সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা খাবার টেবিলে বসে আছেন, আর একজন নারী তাকে খাবার পরিবেশন করছেন। সামনে সাজানো আছে অনেক খাবার।
‘ছবিটি গতকালের’ এইধরণের ক্যাপশন দিয়ে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
নেটিজনদের অনেকে এটি শেয়ার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে, ভারতে শেখ হাসিনাকে আপ্যায়ন করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ছবিটি কবেকার এবং কোথাকার?
বিভিন্ন ফ্যাক্টচেকিং টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে জানা গেছে, ছবিটি ২০১৯ সালের ১৫ মার্চের। সেদিন মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার জন্য ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনাও।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.