নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা ও সহিংসতার কোনো অবস্থায়ই সহ্য করা হবে না।
ঢাকা সেনানিবাসে বুধবার অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী কোনোভাবেই বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যকলাপে অংশগ্রহণ করবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিরপেক্ষ এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “সংঘবদ্ধ জনতার নামে অরাজকতা আর সহ্য করা হবে না। এটি দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।”
অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, “সব সেনাসদস্যকে আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী নির্বাচনে দায়িত্ব যথাযথ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
এছাড়াও সেনাপ্রধান মানবিক করিডর, বন্দর ও সংস্কার নিয়ে কিছু মন্তব্য করেন। রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত সরকারের মাধ্যমে নিতে হবে এবং তা জাতীয় স্বার্থ রক্ষার প্রতি লক্ষ্য রেখে হতে হবে।”
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার প্রসঙ্গে সেনাপ্রধান জানান, “এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামত ও রাজনৈতিক সরকারের অনুমোদনের মাধ্যমে নেওয়া উচিত।”
সেনাপ্রধানের বার্তায় স্পষ্ট যে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করছে এবং ‘মব ভায়োলেন্স’ কোনোভাবেই সহ্য করা হবে না।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.