শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে সরকারের সাবেক দুই মন্ত্রীকে দুর্নীতির মামলায় যথাক্রমে ২০ ও ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) কলম্বোর হাইকোর্ট সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে ২০ বছর এবং সাবেক বাণিজ্য মন্ত্রী অনিল ফার্নান্দোকে ২৫ বছরের কারাদণ্ড দেয়।
আদালত আলুথগামাগে ও ফার্নান্দোকে ৫৩ মিলিয়ন রুপি (১ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার) রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। সরকারি অর্থ অপব্যবহারের দায়ে তাদের দুই হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়।
অভিযোগ রয়েছে, ২০১৫ সালের নির্বাচনে গোটাবায়ের বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে পুনর্নির্বাচনে জয়ী করতে সরকারি তহবিলের অর্থ ব্যয় করে সমর্থকদের ১৪ হাজার ক্যারম বোর্ড এবং ১১ হাজার ড্রাফ্টস সেট (গুটি খেলার মাধ্যম) প্রদান করেন এই দুই মন্ত্রী।
ছয় বছর আগে এই দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাজাপাকসে ক্ষমতায় থাকাকালে মামলার তেমন অগ্রগতি হয়নি। গত বছর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই মামলাটি গতি পায়।
আলুথগামাগে ২০২২ সালে একটি চীনা প্রতিষ্ঠানকে কৃষিজমির সার সরবরাহে ৬.০৯ মিলিয়ন ডলার অর্থ প্রদানের অনুমোদন দেন। কিন্তু সেই সার কখনো সরবরাহ করা হয়নি। এই অভিযোগে তিনি পৃথক তদন্তের মুখোমুখি হন।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					