ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন উপধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পাঁচটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৯ জুন) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানান, করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করতে হবে।
নির্দেশনায় উল্লেখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে-
১. নিয়মিত হাত ধোয়া: করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া।
২. জনসমাগম এড়িয়ে চলা: কোনো জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।
৩. দূরত্ব বজায় রাখা: যদি কোনো আক্রান্ত ব্যক্তি কাছাকাছি থাকে, তবে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
৪. অপরিষ্কার হাত দিয়ে মুখ স্পর্শ না করা: অপরিষ্কার হাতে চোখ, মুখ, বা নাক স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
৫. হাঁচি-কাশি সঠিকভাবে ঢেকে রাখা: হাঁচি বা কাশি দিলে টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার এবং ডিজিটাল থার্মোমিটার দিয়ে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই মজুদ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					