ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি। এই আয়োজন সেই বার্তাই বহন করে।’
সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম আয়োজন করবে। তিনি বলেন, ‘ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।’
তিনি মাঠ সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘ঢাকায় খেলার মাঠের সংখ্যা কমে গেছে। খেলাধুলার জায়গা নেই। এজন্যই এ ধরনের কর্মসূচি চালু রাখা গুরুত্বপূর্ণ।’
এর আগে বাংলাদেশ শিশু একাডেমি থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অলিম্পিক ডে রান–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। অলিম্পিক আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে আয়োজিত এই র্যালি ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বসিত।
সূত্র: বিডি২৪লাইভ
Viral News BD Most Popular Bangla News & Entertainment.