ছুটি নিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য সুখবরসরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছরটি যেন ছুটির বার্তা নিয়েই এসেছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার পর এবার আবারও টানা ছুটির আনন্দ পাচ্ছেন তারা।
ইসলামিক ফাউন্ডেশন থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জানানো হয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ৬ জুলাই (রোববার) পালিত হবে পবিত্র আশুরা।
আশুরা উপলক্ষে দেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এবার যেহেতু ৬ জুলাই রোববারে পড়েছে, আর তার আগের দুদিন— ৫ জুলাই শনিবার ও ৪ জুলাই শুক্রবার যথাক্রমে সাপ্তাহিক ছুটি, তাই সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন।
এর আগেও সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটির স্বাদ পেয়েছেন। ঈদুল ফিতরে ছিল টানা ৯ দিনের ছুটি, আর ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন ছুটি পেয়েছিলেন তারা।
পবিত্র আশুরা ইসলামী ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনে পালিত হয় এই দিনটি। কারবালার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শাহাদতের হৃদয়বিদারক ঘটনার স্মরণে এ দিনটি পালন করা হয়। তবে এর বাইরেও আশুরা ইসলামী ঐতিহ্যে বহু গুরুত্ববহ ঘটনার স্মারক।
এই ছুটির খবরে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির পাশাপাশি এসেছে ঈদের আনন্দের মতো একটি মধুর বিরতি।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					