ক্ষুধা বা ঘুমের মতোই শারীরিক সম্পর্ক মানব জীবনের একটি স্বাভাবিক প্রবৃত্তি।জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও এটি। দুটি মানুষের সম্পর্কের রসায়নকে আরও শক্ত করে এই ঘনিষ্ঠতা।
অনেকেই মনে করেন, পুরুষের তুলনায় নারীর যৌনতা খানিকটা হলেও বেশি জটিল। বিভিন্ন যুগে বিভিন্ন গবেষণায় এই বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।
সম্প্রতি ‘সুপারড্রাগ’ নামের একটি অনলাইন সংস্থা সমীক্ষা চালিয়ে নারী শারীরিক চাহিদা বা যৌন চাহিদা সম্পর্কিত অবাক করা একটি তথ্য পেশ করেছে। সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌনাকাঙ্ক্ষা প্রবল হয়।
সমীক্ষা থেকে জানা গেছে, সপ্তাহের শেষ দিনে নারীরা তাদের সঙ্গীকে প্রবল ভাবে কাছে পেতে চায়। কারণ হিসেবে জানা গেছে, সপ্তাহ শেষের ছুটির আমেজ থাকে।
সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের পর ছুটির দিনগুলোতে প্রিয়জনের স্পর্শ পাওয়ার দুর্নিবার ইচ্ছে বেশি সক্রিয় হয়ে ওঠে নারীদের মধ্যে।
কোথাও গিয়ে একটা নিশ্চয়তা ও মানসিক শান্তিও কাজ করে। কারণ যৌনতা তো শুধু শারীরিক নয়, তার মানসিক দিকটিও বেশ গুরুত্বপূর্ণ।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					