সদ্য মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। আসছে তার নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’। তার নতুন ছবির প্রচারে এসে ভারতীয় গণমাধ্যমকে নানা কথা বললেন অভিনেত্রী।
এই ছবির চিত্রনাট্য পছন্দ হলো কেন- প্রশ্নের জবাবে বললেন, ‘যকের ধন আমার খুব প্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি। তবে এবারেরটা আরও একটু স্পেশাল। কারণ ‘সোনার কেল্লা’, মুকুল— এগুলো ছোটবেলার নস্ট্যালজিয়া। যেন হাত দিয়ে ছুঁতে পারছিলাম।’
ব্যক্তিগত জীবনে, কবীর আর কাব্য— দুই ছেলেমেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কোয়েল বলেন, ‘জীবনের সেরা সময় কাটাচ্ছি বলতে পারেন। কাব্য আসার পর কবীর যেন ওর জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছে। ওর সকাল শুরু হয় বোনের মুখ দেখে। রাতে ঘুমোতে যাওয়া অবধি কাব্যই ওর সব।’
বাংলার একাধিক সুপারস্টার এখন বলিউডে থিতু হওয়ার চেষ্টা করছেন। কোয়েলের তেমন পরিকল্পনা আছে কি না- জবাবে নায়িকা বলেন, ‘আমার কাছেও একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু অনেক কিছু ভাবার বিষয় আছে। প্রধান বিষয় হলো আমার পরিবারকে কতটা সময় দিতে পারছি, আর চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ।’
কোয়েল মল্লিক আরও বলেন, ‘এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য নই। এ রকম নানা কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে সত্যিই ভালো চরিত্র, চিত্রনাট্য পেলে আমি কাজ করতে আগ্রহী। আমার কনটেম্পোরারি যারা বলিউডে অভিনয় করছেন, দুর্দান্ত কাজ করছেন, তাদের জন্য গর্ববোধ করি। তারা তো বাংলাকেই রিপ্রেজেন্ট করছেন।’
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					