জন্মসূত্রে তিনি বাঙালি। বয়স এখন মাত্র ২২ বছর। এর মধ্যেই অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত। এই সুন্দরী কন্যের নাম অনুষ্কা সেন। অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল। শিশুশিল্পী হিসাবে জি টিভি দিয়ে তাঁর অভিনয়ে হাতেখড়ি। তারপর একের পর এক সিরিয়ালে তিনি সুযোগ পেয়েছেন। জয় করে নিয়েছেন দর্শকের মন। বর্তমানে অভিনয় করছেন সিনেমাতেও।
তবে এবার বিপাকে পড়ছেন তিনি। এয়ারপোর্টে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন বিতর্কিত অবস্থায়। টাইট প্যান্টের নিচে কিছু না পড়ায় ফুটে উঠেছে তার গোপন স্থান। তাতেই বিপাকে পরেন ২২ বছর বয়সি আনুশকা সেন।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					