সম্প্রতি সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হওয়া বায়োপিক সঞ্জুতে দাবী করা হয়েছে বলিউডের ‘সঞ্জুবাবা’ নাকি ৩০৮ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন।আসুন জেনে নিই সেই তালিকায় থাকা কয়েকজন পরিচিত মুখের নাম।
১.রকি সিনেমা থেকেই ঘনিষ্ঠতা বাড়ে সঞ্জয় দত্ত এবং টিনা মুনিমের।খবর রটে তারা নাকি বিয়েও করেছিলেন।কিন্তু এই সম্পর্ক বেশিদিন টিকতে পারে নি।
২.ঋচা শর্মা সঞ্জয়ের প্রথমা স্ত্রী। তাদের সন্তান ত্রিশলা।তাদের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।পরবর্তীতে ব্রেন ক্যান্সারে মারা যান ঋচা।
৩.মুম্বই বিস্ফোরণে সঞ্জয়ের নাম থাকায় মাধুরী দীক্ষিত ছেড়ে চলে যান তাকে।যদিও ইনি একসময় বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জুকে।
৪.মাধুরীর পর লিসা রে-এর সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়।কিন্তু এই সম্পর্কের মেয়াদও শেষ হয়ে যায় শীঘ্রই।
৫.এর পর সঞ্জয় বিয়ে করেন বিখ্যাত মডেল রিয়া পিল্লাইকে কিন্তু এই বিয়েরও পরিণতি ছিল ডিভোর্স।
৬.বলিউডের বিখ্যাত তারকা অভিনেত্রী রেখার সাথেও সম্পর্কে ছিলেন সঞ্জয় দত্ত।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					