গবেষণাটি চালানো হয় ক্রেজি ক্যাপশনদের একদল সৃষ্টিশীল সদস্য দ্বারা, এই কমিটির তথ্য অনুযায়ী, সিনিয়র আপুদের বিয়ে করলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এমন প্রমাণ পেয়েছেন তারা। গবেষণার ভাষ্যমতে, এটির কারণ হতে পারে মানসিক চাপের হ্রাস ও জীবনের আনন্দময়তা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা।
তদন্ত কমিটির মুখপাত্র ডা. রাবিয়া হোসেন জানান, “সিনিয়র আপুদের বিয়ে মানেই তাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু করা, যেখানে তারা পরিবারের সহায়তায় নিয়মিত জীবনযাপন করে থাকে। এছাড়া নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।” গবেষণার এক পর্যায়ে আরও বলা হয়েছে যে, সিনিয়র আপুরা বিয়ে করে সুখী সংসারে মগ্ন হলে শরীর থেকে স্ট্রেস হরমোন কমে এবং হাসিখুশি থাকার ফলে ক্যান্সারের কোষগুলোর বৃদ্ধিও বাধাগ্রস্ত হয়।
এই গবেষণার ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই বিয়ের প্রস্তাবগুলো সিনিয়র আপুদের ইনবক্সে লাইন ধরে অপেক্ষায় আছে। তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মতে, সিনিয়র আপুদের চা-কফির অভ্যাসও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, কারণ বিয়ের পর তারা বন্ধুদের সঙ্গে কফি খাওয়ার পরিবর্তে স্যুপ, ফলের রস ও স্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁকে।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					