দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তাঁর রূপ ও আবেগময় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ‘আজ কি রাত’ গানে নাচের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।
Tamannaah Bhatia
প্রেম এবং বিচ্ছেদের বিষয়গুলো নিয়ে তামান্না কখনোই গোপনীয়তা বজায় রাখতে চান না, বরং খোলাখুলি নিজের অনুভূতি প্রকাশ করতেই পছন্দ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না যৌ ‘নতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং এটিকে জীবনের এক অবিচ্ছেদ্য ও পবিত্র অংশ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই সমাজ নোংরা চোখে দেখে। যেসব মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আপনাকে লজ্জিত ও দোষী ভাবতে বাধ্য করে। তারা চায় আপনি নিজের কাজের জন্য লজ্জিত হন।”
তামান্না মনে করেন, যৌ ‘নতাকে লজ্জাজনক বা অপরাধ হিসেবে দেখা ভুল ধারণা। তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করে, আপনি তখন তার নিয়ন্ত্রণে চলে যান।” তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি বিষয় নিয়ে লজ্জিত বোধ করি যা প্রকৃতপক্ষে জীবনের অংশ এবং যার মাধ্যমেই আমাদের অস্তিত্ব নিশ্চিত হয়।”
এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তামান্নাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর আগে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই অভিনেত্রী। নতুন এই বক্তব্য আবারও তামান্নার সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					