কলকাতার চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা।এবারে আবারও খবরের শিরোনামে তিনি। দেখা মিলল বাহারি আলোয় সজ্জিত বাড়ির ছাদে। এক পাশে রাখা টেবিলে সাজানো মদ ও বিভিন্ন পানীয়। মদের গ্লাস হাতে আগত অতিথিদের কেউ কেউ দাঁড়িয়ে, গানের তালে নাচছেন শ্রীলেখা মিত্র।

পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকো, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে গোলাপি রঙের ফ্রেমের চশমা। এমন আবেদনময়ী লুকে নজর কেড়েছেন শ্রীলেখা। দুর্গাপূজা উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন শ্রীলেখা। আর সেই পার্টির ভিডিও নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল, কিন্তু পার্টিতে মদের আয়োজন দেখে চটেছেন নেটিজেনরা।
শুভ দত্ত লিখেছেন, এটা হলি না, দুর্গাপূজা। মদের প্রচার করা খুব খারাপ। প্রীতম লিখেছেন, ‘আপনারা মদ-গাঁজার প্রচার করেন। কারণ, আপনারা নিজেদের জীবনে সবচেয়ে অসুখী। আমাদের মধ্যবিত্ত শ্রেণির জীবন আপনাদের থেকে অনেক সুখের।’ আরেকজন লিখেছেন, ‘আসর তো জমে গেছে!’
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, গত বছর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে তুমুল সমালোচনার মুখে পড়েন শ্রীলেখা। কারণ, সে পার্টিতেও মদ রেখেছিলেন তিনি। এ নিয়েও কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					