জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যেখানে বলা হয়েছে, রিয়া বার্দে নামের এই বাংলাদেশি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। তাকে মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।
তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।
সূত্র: এনডিটিভি, ফ্রি প্রেস জার্নাল
Viral News BD Most Popular Bangla News & Entertainment.