ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ULAB)- এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের এক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার বিশ্লেষণমূলক মতামত প্রকাশ করেন।
আলোচনার একপর্যায়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে প্রতিশোধপরায়ণ নন, যদিও শেখ হাসিনাকে অনেকেই ভয়ানক প্রতিশোধপরায়ণ বলে থাকেন।
শেখ হাসিনার বিষয়ে নিজের মতামত তুলে ধরে ড. সলিমুল্লাহ খান বলেন, “আমি মনে করি, শেখ হাসিনার প্রধান সমস্যা হলো তার শিক্ষাগত যোগ্যতা। তিনি লেখাপড়া জানতেন না। তার কথা বলার ধরন থেকে কখনোই মনে হয়নি যে তিনি প্রজ্ঞাবান।”
ড. সলিমুল্লাহ খান আরও বলেন, তিনি যে লেখাপড়া জানতেন না, তার প্রমাণ হলো বেগম খালেদা জিয়া মেট্রিক পাশ করেছেন, কি করেন নাই তা নিয়ে শেখ হাসিনার আগ্রহ। সে প্রশ্ন তো তাকে কেউ জিজ্ঞেসা করেন নাই। তবে তিনি বলেন, আসলেই তিনি পড়ালেখা জানতেন কি জানতেন না তা আল্লাহ জানেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে, তাহলে আমার রাজনৈতিক পড়াশোনার সবকিছুই বৃথা যাবে।
তিনি আরও বলেন, যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে, ঠিক তেমনিভাবে একদিন আওয়ামী লীগও বিলুপ্ত হবে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.