সারাদেশ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের মাটি ব্যবহার করে কেউ সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চালাতে না-পারে।
যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান। আজ শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানকে নিয়ে এই ধরনের মন্তব্যে আমি বিস্মিত। পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে।” শাফকাত আরও দাবি করেন, মোদি-ট্রাম্পের বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”
উল্লেখ্য, ভারত নিয়মিতই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে। মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে প্রত্যর্পণ করা হবে।” তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দি। কিছুদিন আগে আমেরিকার একটি আদালত তাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি দেয়। মুম্বাই হামলার বিষয়ে এই সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। যৌথভাবে তারা পাকিস্তানকে আহ্বান জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
Viral News BD Most Popular Bangla News & Entertainment.