‘বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের’, যা জানা গেল

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, আগামী ২৬ মে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটিতে থাকা ডোনাল্ড ট্রাম্পের ছবিটির মূল উৎস খুঁজলে বিদেশি একটি গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনেই যেসব পরিবর্তন আনতে স্বাক্ষর করলেন ট্রাম্প’- এমন শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনটিতে থাকা ছবিটির সঙ্গে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির ছবির মিল পাওয়া যায়।

তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ২৬ মে বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দেয়া হয়নি। বরং, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিদেশি গণমাধ্যমটির ওই প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনে প্রায় ৫০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে এসব নির্বাহী আদেশের মধ্যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত কোনো বিষয়ের উল্লেখ নেই প্রতিবেদনটিতে। ট্রাম্প এই নির্বাহী আদেশে অভিবাসন নীতিতে কঠোরতা, ওবামাকেয়ার বিলোপের প্রক্রিয়া শুরু এবং ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ঘোষণা করেন।

অন্যদিকে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসহ নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া নির্বাচন কমিশন দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করে থাকে। বাইরের কোনো দেশ বা রাষ্ট্রপ্রধানের এই ঘোষণা দেয়ার এখতিয়ার নেই। সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের আগামী ২৬ মে বাংলাদেশে নির্বাচনের ঘোষণা দেয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সুত্রঃ চ্যানেল 24