ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একাধিক সীমান্ত চৌকি। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর প্রধান লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে।’
তিনি নিশ্চিত করে বলেছেন, অভিযানে অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি এসইউ৩০-এমকেআই এবং একটি মিগ-২৯ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে মধ্যরাতে ভারতের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ‘কাপুরুষোচিত’ হামলার ‘সমুচিত’ জবাব দেবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেছেন, দেশটির বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। ‘কাপুরুষেরা’ তাদের নিজস্ব আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে। তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি। তারা বেরিয়ে আসুক, পাকিস্তান সমুচিত জবাব দেবে।
ইসলামাবাদ কী সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে খাজা আসিফ বলেন, পাকিস্তান বদলা নেবে।
খাজা আসিফ আরও বলেন, ভারতের তুলনায় অনেক বড় পরিসরে এই হামলার জবাব দেবে পাকিস্তান। তারা শুধু বেসামরিক মানুষদের ওপর হামলা করেনি বরং নিজেদের আকাশসীমা থেকে এ কাজ করেছে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.