সারাদেশ: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি তার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনের গুম হওয়ার ঘটনা স্মরণ করেন এবং ‘আয়নাঘর’-এ আটকে রাখা ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
ফারুকী লিখেছেন—
“এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বন্ধু সুমনকে আটকে রাখা হয়েছিলো। সে হয়তো আল্লাহর দরবারে কাঁদছিল— ‘আমি আর রাজনীতি করবো না, শুধু বাঁচতে চাই!’” তিনি আরও জানান, সুমনের সঙ্গে তার শেষ কথা হয়েছিল উত্তরার এক হাসপাতালে লুকিয়ে থাকার সময়। পরে তিনি জানতে পারেন, সুমনকে ইনজেকশন দিয়ে হত্যা করে শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়।
এই স্ট্যাটাসে ফারুকী আরও বলেন—
“যে বাবার ঘরে ফিরে সন্তানের সঙ্গে ভাত খাওয়ার কথা ছিল, তাকে শীতলক্ষ্যার মাছেদের খাবারে পরিণত করা হয়েছে।” ফারুকীর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কেউ তার সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন।