ভারতের রাজধানী দিল্লিতে আজ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ ছাত্রলীগের কিছু কর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের গোপনে ভারতে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, দিল্লির একটি অভিজাত এলাকায় অবস্থানকালে ছাত্রলীগের একদল কর্মী ওবায়দুল কাদেরকে চিহ্নিত করে এবং তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং দ্রুত দিল্লির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ছাত্রলীগের একাংশের দাবি, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দলীয় তহবিলের অপব্যবহার এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। তাদের মতে, এসব কর্মকাণ্ডের জন্যই তারা তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের গোপনে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছিলেন। তবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এতদিন জানা যায়নি।