“আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কারণ, আমি কিছুই বুঝতে পারিনি।”—বেদনাদায়ক এই স্বীকারোক্তি আছিয়ার বোনের, যার চোখের সামনে এক নিষ্পাপ প্রাণ নিঃশেষ হয়ে গেল।
রাতের বেলায় তিনজন একসঙ্গে ঘুমিয়েছিলেন। কিন্তু কীভাবে সব বদলে গেল, তা বুঝতেই পারেননি তিনি। রাত আটটার পর ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ফজরের কিছু আগে উঠে দেখেন—দরজা খোলা, আর বোনটি নিথর হয়ে পড়ে আছে।
“আমি বাথরুম থেকে ফিরে দেখি ও পড়ে আছে। দরজা দিয়ে ওকে খাটের পাশে রাখলাম। তখনো বুঝিনি কী ভয়াবহ কিছু ঘটে গেছে। কিছুক্ষণ পর ও কষ্টে কাঁদতে শুরু করে, বলে—‘আপু, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার শরীর জ্বালাপোড়া করছে।’”
তখনো তিনি ভাবছিলেন, হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই ঘুমাতে বলেছিলেন। কিন্তু সকালে বুঝতে পারলেন, আসল ঘটনা আরও ভয়ংকর।
“ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল, হাত-পা শক্ত হয়ে আসছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘কি হয়েছে?’ ও বলল—‘তারা আমার সাথে এটা করেছে।’ আমি তখনও কিছু বুঝতে পারিনি, কারণ আমাকেও ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে রাখা হয়েছিল।”
Viral News BD Most Popular Bangla News & Entertainment.