ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। শিশুটির মৃত্যুর সংবাদে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার সঙ্গেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সোশ্যাল মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ।
আছিয়ার মৃত্যুর সংবাদে নিজের ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ বৃহস্পতিবার দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘মাগুরার কতিপয় নৃশংস নরপিশাচের লালসার শিকার হয়ে নিগৃহীত হয়েছে আমাদের বোন। এত দিন চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে ইন্তেকাল করেছে সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
’
তিনি আরো লিখেছেন, ‘নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ব্যর্থ হচ্ছি। নারী ও শিশুদের অরক্ষিত রেখে কোনো উন্নয়ন বা সংস্কার অর্থবহ হবে না। এ ধর্ষণ ও খুনের ঘটনা আমাদের সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমাদের সবাইকে কাঁদিয়েছে।
অতিদ্রুত ধর্ষক ও খুনিচক্রের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমি তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তার পরিবারের সহায় হোন। আমিন।