পাকিস্তানে বান্নু অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিডি) তিন পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) রাতভর গোলাগুলিতে এ ঘটনা ঘটে। খবর ডনের
বান্নুর আঞ্চলিক পুলিশ অফিসার সাজ্জাদ খান বৃহস্পতিবার (১ মে) জানান, বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ সংগঠিত হয়।
সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বান্নু সিটিডির ব্যক্তিগত সহকারী সাব-ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান এবং কনস্টেবল মুসাওয়ার নিহত হয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় ওয়াফিদ খান এবং ইমরান নামের আরও দুজন সহস্য আহত হয়েছেন।
সাজ্জাদ খান আরও বলেন, পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত এবং আরও দুজন আহত হয়েছে। তবে তাদের দেহ সহযোগীরা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, আইইডি, গোলাবারুদ ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান
এদিকে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় খাইবার পাকতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি পুলিশের বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য প্রশংসা করেছেন।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.