সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের সাথে স্বৈরাচারের অনেক দোসরও পলাতক রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতদিন ধরে দেশবাসী অপেক্ষায় ছিলেন—কোথায় আছেন পাপন, তার খোঁজ মেলেনি।
গেল ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা পাপনের খোঁজ অবশেষে পাওয়া গেছে। এ বিষয়ে একটি ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
We use your personal data for interest-based advertising, as outlined in our Privacy Notice.
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি সুপারশপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। তার পাশে একটি নারীকে দেখা যায়।
তবে সুপারশপটি কোথায় অবস্থিত এবং তার সঙ্গে থাকা ওই নারীটি কে—এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের সিঁড়িতে তাকে সস্ত্রীক বসে থাকতে দেখা গিয়েছিল।
তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ