রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-১। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়। গুলশান-১— এ আর.এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এই স্পা সেন্টারটি অবস্থিত।
রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। র্যাব-১ সূত্রে জানা গেছে, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল।
এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২ টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.